এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে পৌরসভার পাশাপাশি নিজেদেরও চেষ্টা করতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন আমাদের শহর বাংলাদেশের প্রাচিন শহরগুলোর মধ্যে একটি। প্রতিদিনই এই শহরের লোক সংখ্যা বাড়ছে। সাথে সাথে বাড়ছে ঘরবাড়ি-ব্যবস্যা প্রতিষ্ঠান। বাড়ছে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস। কিন্তু সে তুলনায় বাড়ছে না শহরের রাস্তা, ড্রেন। বিভিন্ন প্রকল্পের সহায়তায় আমরা শহরের পুরোনো রাস্তা-ড্রেন সংস্কার করে চলাচলের উপযুক্ত করার চেষ্টা করছি। কিছু কিছু স্থানে নতুন রাস্তা-ড্রেন নির্মান করা হচ্ছে। মেয়র গতকাল বিকালে কলেজ পাড়া ও উত্তর কাউতলী এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন প্রত্যেক এলাকাবাসী তাদের নিজ নিজ এলাকার রাস্তা ও ড্রেনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশা পাশি নির্ধারিত স্থানে ময়লা আর্বজনা ফেলানো এবং নিয়মিতভাবে সেসব ময়লা আবর্জনা অপসারণে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করতে হবে। এসময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা পৌর মেয়রের কাছে তুলে ধরেন। মেয়র যথাসময়ে তাদের এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। মেয়র নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পৌরসভার পাশাপাশি নিজেদেরও চেষ্টা করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তি ফরিদ আহমেদ মাস্টারে সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোবাশ্বের আহমেদ, এলাকার বিশিষ্ট ব্যক্তি মোঃ তাজুল ইসলাম, মোঃ ইউসুফ আহমেদ, মোঃ আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, ইজ্ঞিনিয়ার মোঃ কাউছার আহমেদ, মোঃ আবুল বাশার, মোঃ হোসেন মিয়া, মোঃ খলিলুর রহমান, মোঃ বাবুল মিয়া, এরফানুর রশিদ, মোঃ মহসিন মিয়া, নাছির উদ্দিন, সোহরাব হোসেন, পারভেজ ভুইয়া বাবু, খোকন ভুইয়া প্রমুখ। সভা পরিচালনা করেন যুবনেতা মুরাদুসছালেহীন মোহন।