Main Menu

শিক্ষকদের আইসিটি ইন এডুকেশন বিষয়ে ১২দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১২দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ (প্রথম ব্যাচ) গতকাল শুক্রবার সমাপ্ত হয়েছে। গত ১১ মে থেকে ব্রাহ্মণবাড়িয়া পি.টি আইতে এই প্রশিক্ষণ শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২০জন শিক্ষক এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। বর্তমান অর্থ বছরে আরো তিনটি ব্যাচে  প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পিটিআই’র সুপারিনটেনডেন্ট জেসমিন খানম। আইসিটিইন এডুকেশনের গুরুত্ব ও কার্যকারীতা নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক বিলকিস আক্তার, শিক্ষক সামশাদ বেগম, প্রশিক্ষক উম্মে কুলসুম ও শরীর চর্চা প্রশিক্ষক আবু লাইস মোঃ লাল মিয়া। সমাপনী সভায় বক্তারা বলেন,  ২০২১ সাল নাগাদ শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের অঙ্গীকার। এ ভিশন বাস্তবায়নে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে পাঠদান শুরু হয়েছে। সরকার প্রাথমিক বিদ্যালয়ের গুলোতে ডিজিটার কনটেন্ট ব্যবহার করে পাঠদান করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের বিভিন্ন পি.টি.আই গুলোতে শিক্ষকদের আইসিটি ইন-এডুকেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে পাঠদান অত্যন্ত সহজবোধ্য, আকর্ষণীয় ও সাবলিল করে তোলা যায়। সভাপতির বক্তব্যে জেসমিন খানম বলেন, ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে আন্তরিক ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিশু শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান সমৃদ্ধ ও সথোপযুগী করে তুলতে তিনি শিক্ষার্থী- শিক্ষকদের আহবান জানান। অনুষ্ঠানটির পরিচালনা করেন প্রধান শিক্ষক নুর তাহছিনা পলি।প্রেস বিজ্ঞপ্তি






Shares