কালের কন্ঠের সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিশ্বজিৎ পাল বাবুকে সংবর্ধনা প্রদান
দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিত পাল বাবু ২০১৪ সালে সারা দেশের মধ্যে সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় গতকাল সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম ভূইয়া, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নূর। অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিশ্বজিত পাল বাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন শাহীন, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার সদস্য সচিব অ্যাডঃ নাসির মিয়া, সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, মুখলেছুর রহমান জীবন, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, সাংবাদিক শাহাদৎ হোসেন ও হাবিবুর রহমান পারভেজ। উপস্থিত ছিলেন সময় টিভির ব্যুরো চীফ উজ্জ্বল চক্রবর্তী, গাজী টিভির জহির রায়হান, সাংবাদিক শফিকুল ইসলাম স্বপন ও আখাউড়া রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি আব্দুল মমিন বাবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি ওয়ালিদ সিকদার রবিন। অনুষ্ঠানে প্রধান অতিথি আল মামুন সরকার ও বিশেষ অতিথি জহিরুল ইসলাম ভূইয়া কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর হাতে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন।প্রেস রিলিজ