Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশকে বিশেষ সম্মাননা প্রদান

+100%-

১৪ মে ২০১৫খ্রিঃ দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম এর সভাপতিত্বে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভার শুরুতেই চলতি বছরের জানুয়ারি হতে এপ্রিল মাস পর্যন্ত রেঞ্জওয়ারী পরিচালিত বিশেষ অভিযানের বিভিন্ন ক্যাটাগরীতে মোট ০৬জন চৌকষ পুলিশ অফিসারকে পুরুস্কৃত করা হয়। যার মধ্যে এবার ২টি পুরস্কার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের। ধারাবাহিকভাবে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ আসামী গ্রেফতার ও মাদক বিরোধী অভিযানে বিশেষ সাফল্য এবং সামগ্রিক স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতসহ অধিকতর সেবামুখী পুলিশিং এর জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ভূয়শী প্রশংসা করা হয়। ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয় পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়াসহ অত্র জেলার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রবকে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন ও ঘটনায় জড়িতদের গ্রেফতারের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। সার্বিক বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে প্রায়শই উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া মামলা তদন্ত ও নিষ্পত্তি, পরোয়ানা তামিল, ডাকাত গ্রেফতার ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিগত ৩ বছরের প্রায় প্রতি মাসেই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা পুলিশের সার্বিক কর্মকান্ডে পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার) কে চট্টগ্রাম রেঞ্জ ১১ জন পুলিশ সুপারের মধ্যে শ্রেষ্ট পুলিশ সুপার নির্বাচন করা হয়। তিনি ধারাবাহিক সাফল্যের কান্ডারী হিসেবে  রেঞ্জ ডিআইজি’র নিকট হতে এ পুরস্কার গ্রহণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহাবুবর রহমান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপরাধ), চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম এবং চট্টগ্রাম রেঞ্জ এর সকল জেলার পুলিশ সুপার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। অপরাধ সভায় রেঞ্জ ডিআইজি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সার্বিক দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন ও ধারাবাহিকতা রক্ষার নির্দেশ দেন। তিনি সামগ্রিক স্থিতিশীল ও উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য জেলার সম্মানিত নাগরিকবৃন্দ বিশেষ করে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সুনাগরিকবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়নের জন্য পুলিশ জনতা একে অপরের সহায়ক হয়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার) জেলাবাসীর কাছে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।প্রেস রিলিজ






Shares