ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি আলী আজমের স্ত্রী’র ইন্তেকাল
মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার প্রধান সংগঠক, ১৯৭০ ও ৭৩-এর সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট আলী আজম ভূঁইয়ার স্ত্রী, নারী মুক্তিযোদ্ধা আম্বিয়া আজম (৮৫) আর নেই।
তিনি মঙ্গলবার (১২ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে সামসুল আজম আল-আমিন ডাচ্ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে তাকে গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
সূত্র জানায়, বুধবার দুপুরে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়ার বাসভবনে নিয়ে আসা হয়েছে। আছর নামাজের পর স্থানীয় লোকনাথ ময়দানে জানাজা শেষে শেরপুর গোরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর একাংশ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।