Main Menu

মাছিতার দরিদ্র রফিয়ার পরিবারকে গবাদী পশু প্রদান

+100%-

বুনিয়াদী প্রশিক্ষণার্থীদের ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন ১৩নং মাছিহাতা ইউনিয়ন পরিষদ এর সহায়তায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বীকরণ কর্মসূচীর আওতায় ৫৮তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের ২ মাস ব্যাপী মাঠ সংযুক্তির সপ্তম সপ্তাহে সাভারস্থ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এর ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন, সহকারী কর কমিশনার নারগিস আক্তার, সহকারী কমিশনার তামান্না মাহমুদ ও ফারহানা জাহান উপমা, তথ্য অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ বেতার এর সহকারী পরিচালক ইফফাতুর রহমান, খামার ব্যবস্থাপক মোঃ জহিরুন্নবী, সহকারী অর্থ নিয়ন্ত্রক ফরিদা ইয়াছমিন, আনসার ব্যাটালিয়ন উপ অধিনায়ক শুভ্র চৌধুরী প্রমুখ ১০ জন প্রশিক্ষণার্থী হত দরিদ্র পরিবারের সাথে মিশে তাদেরকে সরকারী ভাবে দরিদ্র বিমোচন কার্যক্রমের সাথে সম্পৃক্ত করণে অংশ নেন। তারা মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন পরিবার সরেজমিন পর্যবেক্ষণ করেন। এ প্রক্রিয়ায় তারা চান্দপুর দুবাড়িয়া গ্রামের মৃত নসু মিয়ার বিধবা স্ত্রী ৪ সন্তানের জননী রফিয়া আক্তার এর পরিবারের সন্ধান পান। রফিয়া আক্তার বর্তমানে সরকারের বিধবা ভাতা পাচ্ছেন। ৪ সন্তানের লেখাপড়া ও ভরণপোষনের জন্য তাকে এলাকায় ভিক্ষাবৃত্তি করতে হয়। এ বিষয়টি ১৩নং মাছিহাতা ইউনিয়ন পরিষদ আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সী, ইউপি মেম্বার আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, সংরক্ষিত (মহিলা) মেম্বার মাহমুদা আক্তার এবং ঝর্ণা বেগম এর দৃষ্টিগোচরে আনা হলে ৫৮ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় এবং রফিয়া আক্তার এর সার্বিক দিক বিবেচনায় গতকাল ১৩ মে বুধবার দুপুরে মাছিহাতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্বাবলম্বী করণে রফিয়া আক্তার আনুষ্ঠানিক ভাবে ২টি ছাগল লালন পালনের জন্য প্রদান করা হয়। ঐ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত ছিলেন।






Shares