মোবাইল কোর্টের মাধ্যমে ০৫ জন সমাজবিরোধীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় টিএসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল পৃথক পৃথক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন এলাকা থেকে মদ খাওয়ার অভিযোগে ১। মেহেদী হাসান অনিক (১৯), পিতা-আঃ রশিদ, সাং-উত্তর মৌড়াইল ২। মুন্না (২০), পিতা-মুজাহের আলম, সাং-উত্তর মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া নারী নির্যাতনকারী ৩। ওয়াকার আহাম্মদ বাবলু (৩৮), পিতা-মোঃ সাদেক, সাং-পূর্বমেড্ডা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, গাঁজা সেবন করার অপরাধে ৪। আল আমিন (২০), পিতা-মোঃ ইসমাইল, সাং-উত্তর মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, টিকেট কালোবাজারী ৫। গিয়াস উদ্দীন (২৬), পিতা-মৃত ধন মিয়া, সাং-সরকারপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াগণকে গ্রেফতার করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ব্রাহ্মণবাড়িয়া সদর জনাব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া মহোদয় এর নিকট উপস্থাপন করলে তিনি গ্রেফতারকৃত ১/২নং-কে ০২ বৎসর করে সাজা, ৩/৪নং-কে ০১ বৎসর করে সাজা এবং ৫নং-কে ০১ মাসের সাজা প্রদান করেন। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি