Main Menu

রাস্তা ও ড্রেনের অপব্যবহার রোধে ব্যবাসায়ীদের ভুমিকা রাখতে হবে – পৌর মেয়র

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানোর কারনে শহরের পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়। তাই নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে ময়লা আর্বজনা ফেলতে হবে। বিশেষ করে শহরের প্রত্যেক দোকানপাটের মালিকদের প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার সময় দোকানের ময়লা মার্কেটের নির্ধারিত স্থানে রাখতে হবে। তাহলে পরদিন পৌরসভার পরিছন্নতা কর্মীরা এসে ঐ ময়লা আবর্জনা অপসারণ করতে পারবে এবং নিয়মিত ভাবে নিজেস্ব পরিছন্নতা কর্মী ও পৌরসভার পরিছন্নতা কর্মীদের কার্যক্রম তদারকি করতে হবে। মেয়র বুধবার সকালে রেলগেটের মোড় হতে রেল ষ্টেশন গামী রাস্তা ও সাবেরা সোবহান গামী রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন এই রাস্তাটির উন্নয়ন হলে রেলষ্টেশনগামী যাত্রীসহ এ রাস্তায় চলাচলকারী ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের দূর্ভোগের অবসান হবে। তিনি রাস্তাটির সংস্কার কাজ দীর্ঘস্থায়ীরজন্য রাস্তা ও ড্রেনের অপব্যবহার রোধে ব্যবাসায়ীদের ভুমিকা রাখার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাহ মোঃ নাছিম মিয়া, মছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুন্সী, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, শহর আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম দুলাল, ষ্টেশন রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিশিস্ট ব্যবসায়ী মোঃ কামাল মিয়া, মোঃ শহিদুল হক, মোঃ হাবিবুর রহমান, মোঃ খাইরুল হাসান, ফয়সাল আহমেদ ওয়াকার, যুবনেতা দেলোয়ার হোসেন বাহার, মোঃ মোস্তাফা, মুজিবর রহমান, মোঃ সারওয়ার, মোঃ রহিম মিয়া, আবু নাছের, শ্যামল ঘোষ, হারিছ মিয়া, রহিম মিয়া, রুবেল, আবু বাহার, শফিক মিয়া, জাহাঙ্গীর মিয়া, বকুল মিয়া, আলকাশ, সালাউদ্দিন, বাবুল, মোঃ কামাল মিয়া, ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ। – খবর বিজ্ঞপ্তি






Shares