এই শহর আপনাদের। তাই এই শহরকে আপনাদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন।
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মঠেরগোড়া-মধ্যপাড়া-দাড়িয়াপুর রাস্তা সংস্কার কাজ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, এই শহর আপনাদের। তাই এই শহরকে আপনাদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, পৌর অবকাঠামো রক্ষণা-বেক্ষণ করতে হবে। আমি আপনাদের মেয়র হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করছি। মেয়র গতকাল সকালে মঠেরগোড়া থেকে মধ্যপাড়া হয়ে দাড়িয়াপুর গামী রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি আরো বলেন কিছু মানুষের অসচেতনতার কারনে শহর অপরিছন্ন থাকে। দয়া করে ময়লা আর্বজনা ড্রেনে বা যেখানে সেখানে ফেলবেন না। ময়লা আর্বজনার জন্য নির্দৃষ্ট জায়গা বা ডাষ্টবিনে ময়লা ফেলে পৌরসভার পরিছন্নতা কর্মীদের জানিয়ে দিন। তারা যদি নিয়মিত ভাবে নির্দৃষ্ট স্থান থেকে ময়লা না সরায় তাহেলে আমাকে জানাবেন। আমি কঠোর ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা মোঃ আবু সাইদ, জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহসান কাওছার, পৌর সচিব মোঃ ইসহাক ভুইয়া, চেম্বার পরিচালক মোঃ কামাল মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মোঃ আব্দুল বাসেত, শ্রমিক নেতা আলাউদ্দিন আলাল, হাজী মোঃ জাহাঙ্গীর, গোপাল পাল, দুলাল পাল, রতন পাল, সহকারি প্রকৌশলী কাউছার আহমেদ, উপ সহকারি টিটন দাস, ঠিকাদার ফয়সাল আহমেদ ওয়াকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।