জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার নিন্দা ॥ প্রত্যাহার দাবি
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ এর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শোভন, পৌর ডিগ্রী কলেজের সভাপতি সাইদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাকিলসহ ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় দায়ের হওয়া মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ। গতকাল ২৬ এপ্রিল ইসলামপুরস্থ পলিটেকনিক চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মোঃ রুবেল রানা এর সভাপতিত্বে এবং রায়হান এর উপস্থাপনায় মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ছাত্রলীগ নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ২১ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহরের পূর্ব পাইকপাড়ায় ব্যবসায়ি ও ছাত্রলীগ কর্মী ফয়সাল আহমেদকে গুলি করে হত্যার চেষ্টা করার ঘটনাটিকে ধামাচাপা দিতেই এ ধরণের মিথ্যা মামলা করা হয়েছে। জিয়াউল আমিন জুয়েল গুলি করার ঘটনায় আসামী হওয়ায় তার মা এলিজা বেগম ক্ষিপ্ত হয়ে এ মিথ্যা মামলা দায়ের করেছে। প্রকৃতপক্ষে ঘটনার দিন মাসুম বিল্লাহসহ আরো কয়েক নেতা-কর্মী ব্রাহ্মণবাড়িয়ার বাইরে অবস্থান করছিলেন।
অন্যরাও ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। একটি মহল রাজনৈতিক হীন উদ্দ্যেশ্য চরিতার্থ করতে এ মামলা করে।পুলিশ কোনো ধরণের তদন্ত ছাড়াই এ ধরণের মামলা রেকর্ড করেন। নেতৃবৃন্দ জানান, ছাত্রলীগের ভালো অর্জন ও ভাবমূর্তিকে ক্ষুন্ন করতে একটি মহল অপচেষ্টায় লিপ্ত। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান ও গ্রেফতার কৃত ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জানায়। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রেস বিজ্ঞপ্তি