পাইকপাড়া শান্তি-শৃংখলা রক্ষা আহবায়ক কমিটি গঠিত :: তাজ মোঃ ইয়াছিন-আহবায়ক, মিজান আনসারী-সদস্য সচিব
সন্ত্রাস নির্মূলে ভুমিকা রাখায় উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
সহ প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া শহরের চিহ্নত সন্ত্রাসী উজ্জ¦ল পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ায় পর শহরের পাইকপাড়ারবাসী তাদের দীর্ঘদিনে ভীত সন্ত্রস্ত জীবন থেকে মুক্তির স্বাধ পেয়েছে। শহরবাসী এই মুক্তির আনন্দ উদযাপন করেছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। এউপলক্ষে গতকাল শনিবার বিকালে পাইকপাড়া (দাসপাড়া) হুমায়ন কবির পৌর প্রাথমিক বিদ্যায়ল প্রাঙ্গনে এক শান্তি-শৃংখলা রক্ষা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট রাজনীতিবীদ ও জেলা আওয়ামীলীগ নেতা তাজ মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে ও ৪ নাং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, জেলা চেম্বাররে অন্যতম পরিচালক আলহ¦াজ মোঃ মিজান আনসারীর পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্যে রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, চেম্বার পরিচালক মোঃ বাবুল মিয়া, জেলা আওয়ামীলীগ নেতা সোমষে রজ্ঞন রায়, বীরমুক্তিযোদ্ধা বিষ্ণু পদ দেব, সাবেক কমিশনার সুভাষ দাস, ডা.এ.এসএম উবায়দুল হক, হাজী মাহতাব হোসেন, যুববীগ নেতা জহিরুল হক, মশিউর রহমান লিটন, নিতিশ রজ্ঞন রায়, বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ইজ্ঞিনিয়ার মাইনুল ইসলাম টুটুল, জাহাঙ্গীর মিয়া প্রমুখ। সভায় শহরের চিহ্নত সন্ত্রাসী উজ্জ্বলকে ধৃত ও দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করে ৪নং ওয়ার্ড পাইকপাড়া সহ শহরের আইন-শৃংখলা রক্ষা করায় বক্তাগন পাইকপাড়াবাসীর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। সভায় পাইকপাড়া, দাসপাড়া, কালাইশ্রীপাড়া, থানাপাড়াসহ সমগ্র ৪নং ওয়ার্ডে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য ৪নং ওয়ার্ড শান্তি শৃংখলা রক্ষা আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ৫০০ শতাধিক লোকের সর্বসম্মতি ক্রমে বিশিষ্ট রাজনীতিবীদ ও জেলা আওয়ামীলীগ নেতা তাজ মোহাম্মদ ইয়াছিনকে আহবায়ক, ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্লাহ হাসানকে ১নং যুগ্ম আহবায়ক ও চেম্বার পরিচালক মোঃ বাবুল মিয়াকে ২নং যুগ্ম আহবায়ক এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, জেলা চেম্বাররে অন্যতম পরিচালক আলহ¦াজ মোঃ মিজান আনসারীকে সদস্য সচিব করে ১৮সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড শান্তি-শৃংখলা রক্ষা আহবাক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন সুভাষ দাস, ইজ্ঞিনিয়ার মাইনুল ইসলাম টুটুল, নিতিশ রজ্ঞন রায়, সূদর্শন সাহা, মমিনুল ইনসলাম ইমন, এড. প্রনব কুমার দাস উত্তম, বীরমুক্তযোদ্ধা বিষ্ণুপদ দেব, বাবু স্বপন রায়, আবুজর আনসারী, অমল দাস, আব্ররার হোসেন মানিক, সারওয়ার আলম বাবুল, হুমায়ন কবির জাহাঙ্গীর, সাগর চান। সভায় বক্তাগন পাইকপাড়ায় সন্ত্রাসী উজ্জ্বলের আশ্রায়দাতা কুখ্যাত নারী ব্যবাসায়ী ও মাদক বিক্রেতা নারগিছ বেগমকে পাইকপাড়ায় জবর দখলকরা অবৈধ্য আস্থানা থেকে উচ্ছেদের জন্য মাননীয় সংসদ সদস্য ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।