পল্লীবন্ধু এরশাদের প্রিয় সংগঠন জাতীয় যুব সংহতিকে সুসংগঠিত করতে হবে – কাজী মানুনুর রশিদ
গত ২৪ এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নবীনগর উপজেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন মৃধা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলহাজ্ব কাজী মামুনুর রশিদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা। উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ মহসিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রজব আলী মোল্লা, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিম খান বাবু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি জালাল উদ্দিন ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ আল আমিন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী মামুনুর রশিদ বলেন, পল্লীবন্ধু এরশাদের প্রিয় সংগঠন জাতীয় যুব সংহতিকে সুসংগঠিত করুেু হবে। যুব সংহতি সুসংগঠিত হলে পল্লীবন্ধু এরশাদের হাত শক্তিশালী হবে। তাই আসুন আমরা তৃণমূল পর্যায়ে জাতীয় যুব সংহতিকে সুসংগঠিত করি এবং নেতা এরশাদের স্বপ্নকে বাস্তবায়ন করি। আগামীতে জাতীয় পার্টিকে এককভাবে ক্ষমতায় আসতে হবে। তাই এখন থেকেই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে পার্টির জন্য কাজ করতে হবে। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নবীনগর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ মহসিন হোসাইন, জেলা জাতীয় যুব সংহতির সহ সভাপতি ও উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম এর নাম ঘোষণা করা হয়।