শিক্ষা ক্ষেত্রে সরকার প্রদত্ত সুযোগ সুবিধার সর্ব্বোচ্চ সৎ ব্যবহার করতে হবে-.আল মামুন সরকার
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
বিশিষ্ট রাজনীতিবিদ যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আলমামুন সরকার বলেছেন, বর্তমান সরকার শিক্ষানীতি প্রনয়ন করেছে। সরকার অসংখ্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছে। স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন দিচ্ছে। কিন্তু এই স্কুল বা কলেজের যারা শিক্ষার্থী হবে শিক্ষা গ্রহন করবে তাদের কে উৎসাহিত করতে হবে। শিক্ষা ক্ষেত্রে সরকার প্রদত্ত সুযোগ সুবিধার সর্ব্বোচ্চ সৎ ব্যবহার করতে হবে। আর এর দায়িত্ব নিতে হবে এই সমাজের আলোকিত মানুষ এবং শিক্ষিত যুব সমাজকেই। তিনি বলেন আমি বিশ্বাস করি বড়াইল-খারঘর জাগ্রত যুব সংগঠনের শিক্ষা সামগ্রী বিতরনের এই মহৎ উর্দ্যােগের মাধ্যমে এলাকার দরিদ্র পরিবারের শিশুদের কে নিয়মিত স্কুলে যাওয়ার ব্যাপারে উৎসাহ যোগাবে।
তিনি গতকাল শুক্রবার বিকেল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল বাজারে বড়াইল খারঘর জাগ্রত যুব সংগঠনের উর্দ্যোগে আয়োজিত শিক্ষাসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাগ্রত যুব সংগঠনের সভাপতি মো:আবুল হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসান, ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান জিন্নাহ, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জাকির হোসেন, জেলা যুবলীগের তথ্য ও সংস্কৃতি সম্পাদক মো: জামাল উদ্দিদ, মুরাদনগর কলেজের প্রভাষক মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জাগ্রত যুব সংগঠনের সাধারন সম্পাদক মো: মোছলেহ্ উদ্দিন(দুলাল)। অনুষ্ঠানে এলাকার ৭০জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ। প্রেস রিলিজ