Main Menu

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক শিক্ষক লাঞ্ছিত : শাস্তির দাবিতে সরকারি কলেজের শিক্ষকরা

+100%-

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সরকারি কলেজে গত ৯ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের কক্ষে কর্তব্যরত প্রত্যবেক্ষক মোঃ মোনতাজ উদ্দিন আহমেদকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মধ্যযুগীয় বর্বর কায়দায় লাঞ্ছিত ও অপমান করায় দোষীদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের এক প্রতিবাদ সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ আবদুর রাজ্জাক মীর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও বিসিএস (সাধারণ শিক্ষা) কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ ও বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ইউনিটের সভাপতি, গণিত বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দস। সভায় ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুর রহমান ভূঞার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মহরম আলী (রাষ্ট্রবিজ্ঞান), সহযোগী অধ্যাপক এজেএম আরিফ হোসেন (অর্থনীতি), সহকারি অধ্যাপক মিজানুর রহমান (ইসলামী ইতিহাস ও সংস্কৃতি), সহকারি অধ্যাপক রাখাল গোপ (হিসাববিজ্ঞান), সহকারি অধ্যাপক নূর মোহাম্মদ (বাংলা), প্রভাষক ফজলে রাব্বি (পর্দাথবিদ্যা), প্রভাষক মোঃ মোজাম্মেল হোসেন (বাংলা) প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মীর বলেন, আমরা একটি স্বাধীন দেশে বাস করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যেয় নিয়ে। দেশের সব চাইতে সম্মান জনক পেশা শিক্ষককতা। শিক্ষকগন জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর। অথচ একটি স্বাধীন  দেশের শিক্ষকদের আজো নানান বৈষম্যের শিকার হতে হয়। তিনি বলেন দেশের সব অফিসারই কোন না কোন শিক্ষকের ছাত্র। অথচ অফিসার হয়ে তারা সেটা ভুলে যায়। যা একটি যাতির জন্য কখনো শুভকর নয়। তিনি ভান্ডারিয়া কলেজে পরিক্ষা কেন্দ্রে কর্তব্যরত শিক্ষককে যে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মধ্যযুগীয় বর্বর কায়দায় লাঞ্ছিত ও অপমান করেছ সেও কোন না কোন শিক্ষকের ছাত্র। একজন সিনিয়র শিক্ষকের প্রতি তার এই উদ্ধতপূর্ণ আচরনের জন্য তাকে যথাপোযুক্ত শাস্তি দিতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিসিএস (সাধারণ শিক্ষা) কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য, সহকারী অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ বলেন “ভান্ডারিয়া কলেজে জুনিয়র বিসিএস প্রশাসনের ক্যাডারের অফিসার কর্তক সিনিয়র বিসিএসের একজন শিক্ষককে তার দায়িত্ব পালনের সময় ছাত্রদের সামনে লাঞ্ছিত ও অপমান করা অত্যন্ত লজ্বাজনক ও ঘৃন্নিত একটি কাজ। তিনি ঘটনায় দায়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকতাকে দৃষ্টান্ত মূলক শাস্তি না দিলে দেশের বিসিএস শিক্ষা ক্যাডারের ১৬ হাজার শিক্ষকদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি






Shares