সাম্প্রদায়িক গোষ্ঠির অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে-পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আমাদের দেশে আদিকাল থেকে অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ পৃথক ধর্মীয় উৎসব সমূহ এক সঙ্গে পালন করে আসছে। এ সুনাম অব্যাহত রাখতে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মেয়র গতকাল সন্ধ্যায় হালদারপাড়াস্থ আনন্দময়ী কালিবাড়ি মন্দিরে ৬৩ তম বাৎসরিক হিন্দুধর্মীয় উৎসব অনুষ্ঠান পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন যারা ধর্মের নামে সন্ত্রাস করে সমাজে বিশৃংখলা সৃষ্টি করে। সে সকল সাম্প্রদায়িক গোষ্ঠির অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এসময় মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
« রাম দা, ছুরি ও কিরিচ সহ ০১ ডাকাত গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সুস্থ-সবল ও রোগ মুক্ত জাতি গঠনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করুন-মেয়র মোঃ হেলাল উদ্দিন »