আকস্মিক ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার::বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ
গত ১৭ এপ্রিল ২০১৫খ্রিঃ রাত ১১টায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-বার, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার দৈন্দন্দিন কার্যক্রম পর্যবেক্ষনসহ উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি থানা রুজুকৃত ডাকাতি, ছিনতাই, হত্যা, ক্লুলেস হত্যাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়া এ ধরণের মামলাসহ চাঞ্চল্যকর মামলাগুলো আন্তরিকতার সাথে তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেন এবং মামলা তদন্তে কোন গাফিলতি পরিলক্ষিত হলে তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তাদেরকে সতর্ক করেন। পুলিশ সুপার আরো বলেন যে, জনবান্ধব পরিবেশ গড়ে তোলাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষে নিরলসভাবে কাজ করতে হবে এবং থানায় কোন সাহায্য প্রার্থী আসলে তাকে যতদ্রুত সম্ভব সেবা প্রদান করতে হবে। তাছাড়া তিনি সহকারী পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা এবং অফিসার ইনচার্জ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাকে ১৮ এপ্রিল ২০১৫খ্রিঃ হতে আগামী ১০ দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মূলতবী সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলা রহস্য উদ্ঘাটন, দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল ও ছিনতাইকৃত সিএনজিসহ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের কঠোর নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ অর্থাৎ ১৮ এপ্রিল ২০১৫খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, ওয়ারেন্ট মূলে ৫জন আসামী এবং অন্যান্য মামলার ৬জনসহ সর্বমোট ১১জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।