Main Menu

মহর্ষি আনন্দ স্বামীর মানবিকতার দর্শন এই দু:সময়ের প্রেরণা ——জিয়াউল হক মৃধা এমপি

+100%-

মহর্ষি আনন্দ স্বামী বংশ পরম্পরায় অসামান্য প্রতিভা নিয়ে জন্মেছিলেন। বর্ণবাদ, বিভেদ ও ধর্মসাম্পদায়িকতার যুগে তিনি একেশ্বরবাদী মানবিক চেতনায় সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। ভাল বীজ ছাড়া যেমন ভাল ফল জন্মায় না তেমনি সদ্গুরু আনন্দ স্বামীকে পেয়েছিলেন বলেই মনোমোহন দত্ত তাঁর ভাবশিষ্য হয়ে সাধনাসঙ্গীত মলয়া লিখতে পেরেছিলেন। আজকের এই হিংস্র রাজনীতির সময়ে আনন্দ স্বামী ও মনোমোহনের দর্শন আমাদের পথ দেখাবে। বৈশাখী উৎসবের তৃতীয় দিনের আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা একথা বলেন।

এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. তানভীর ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা নিশাত। আলোচক ছিলেন বিজিএফসিএল এর উপ-মহাব্যবস্থাপক সঞ্জীব কুমার দেবনাথ, আনন্দ আশ্রমের সভাপতি জয়দেব বর্মন, জেলা উদীচীর সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী স্বপন ও ডা. দীপক মজুমদার। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার এবং স্বাগত বক্তব্য রাখেন মানিক রতন শর্মা। সভায় সভাপতিত্ব করেন মানবর্দ্ধন পাল।

আলোচনা সভা শেষে মলায়া সঙ্গীত ও আনন্দস্বামীর রচিত গান পরিবেশিত হয়। শিল্পী ছিলেন এড. প্রণব ভট্টাচার্য, দুর্গাচরণ দাস, অঞ্জন দাস ও নন্দন আচার্য।






Shares