রাস্তা-ড্রেন সহ সকল সামাজিক সম্পদ ব্যবহারে পৌরবাসীকে সচেতন হতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
জেল রোড থেকে পীরবাড়ি গামী রাস্তা সংস্কার কাজ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, রাস্তা-ড্রেন, স্ট্রিটলাইট ইত্যাদি সামাজিক সম্পদ যা সমাজের সকল নাগরিকগন ব্যবহার করে থাকে। এ সমস্ত সম্পদ ব্যবহারে সকলের যেমন নাগরিক অধিকার তেমনি ভাবে এগুলির রক্ষণা বেক্ষণ করাও সকলের নাগরিক দায়িত্ব। সুনাগরিক হিসেবে এ দায়িত্ব পালনে পৌরবাসী সকলকে সচেতন ভূমিকা রাখতে হবে। মেয়র গতকাল বৃহস্পতিবার সকালে জেল রোড থেকে পীরবাড়ি গামী রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সালাম মিয়া, ইস্কান্দার মিয়া, মিজান আনসারী, রেজাউল করিম বাবুল, খবির উদ্দিন, আতিকুর রহমান রিপন, মাওঃ জাকির হোসাইন, সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, উপ-সহকারি প্রকৌশলী টিটন দাস, মামুন জুয়েল, জনি প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।