Main Menu

ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পুলিশের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ

+100%-

গত ১৩ এপ্রিল ২০১৫খ্রিঃ বিকাল ৩টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ও মাদ্রাসাভিত্তিক জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-বার, পুলিশ সুপার,ব্রাহ্মণবাড়িয়া, জনাব শওকত হায়াত খান, জেনারেল সেক্রেটারী, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারসহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আব্দুল মালেক, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া। উক্ত অনুষ্ঠানে অত্র জেলার ০৯টি থানার সর্বমোট ৩০০ জন প্রতিযোগির মধ্য হতে ৬০জনকে মনোনীত করে পুরস্কৃত করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কারের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া ৬০জনকে বিশেষ পুরস্কার এবং অন্যান্য প্রতিযোগিদের মধ্যে সৌজন্য পুরস্কার বিতরণ করেন। পুলিশ সুপার তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন যে, লেখাপড়ায় মনোনীবেশ করার পাশাপাশি পিতা-মাতা এবং দেশ প্রেমের প্রতি জাগ্রত হতে হবে। তিনি আরো বলেন যে, সকলের সম্মলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এছাড়া ছাত্র-ছাত্রীদের যেকোন সাহায্য ও সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বদা আন্তরিকতার সাথে কাজ করে যাবে।






Shares