জেলা নাগরিক কমিটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পাইকপাড়াস্থ জেলা নাগরিক কমিটির কার্যালয়ে জেলা ও পৌর নাগরিক কমিটির যৌথ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিবুল্লাহর্’ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সহ সভাপতি আলহাজ্ব এডঃ এ কে এম শাহদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, হাজী আব্দুস সালাম, জেলা নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আলহাজ্ব মোঃ সাইদুর রহমান সর্দার, কবি জয়দুল হোসেন, এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, শফিকুর রহমান শহিদ, হাবিবুর রহমান, এডঃ শফিকুর রহমান, অধ্যাপক কৃপাল নারায়ন, আলহাজ্ব মকবুল হোসেন তালুকদার, আব্দুর রৌফ মোতাইদ, শহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ্, মোঃ ইস্কান্দার মিয়া, এডঃ সৈয়দ মোস্তাফিজুর রহমান নোমান, এডঃ লোকমান হোসেন, এডঃ আব্দুল মালেক, সাংবাদিক আল আমিন শাহীন, মজিবুর রহমান মোল্লা, এহসান উল্লাহ্ মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, শামীমা আক্তার, আলী আগজার বশির, সাদিকুল ইসলাম, আলহাজ্ব ওসমান গণি, মোঃ আবিদুর রহমানসহ জেলা ও পৌর নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভার শুরুতে জেলা নাগরিক কমিটির সদ্য প্রয়াত কবি মিলি চৌধুরী ও আলহাজ্ব আব্দুল জলিলের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয় এবং প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনায় ও জেলা নাগরিক কমিটির অসুস্থ্য সকল সদস্যদের রোগমুক্তির কামনা করে দোয়া করা হয়। পরে জেলা নাগরিক কমিটির ৫টি শূন্য পদ নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে শূন্যপদ পূরণের লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। গঠিত সাবজেক্ট কমিটি সকল দিক বিবেচনা করে ৩জন সহ সভাপতির শূন্য পদে: ১। শফিকুর রহমান শহিদ, ২। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ্, ৩। মোঃ ইস্কান্দার মিয়া কে মনোনীত করে এবং ২ জন সম্পাদকের শূন্য পদে: ১। সাহিত্য সাংস্কৃতিক পদে রুনাক সুলতানা পারভীন, ২। মহিলা সম্পাদিকা পদে শামীমা আক্তারকে মনোনীত করে জেলা নাগরিক কমিটির কার্যনির্বাহী কমিটিতে কো-অফ্ট করা হয়েছে। পরে সভাপতির বক্তব্যে আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান সকল সদস্যের উদ্দেশ্যে বলেন, জেলা নাগরিক কমিটির কার্যক্রম আরো গতিশীল করতে সকলে একযোগে কাজ করতে হবে। জেলার নাগরিকগণের বিভিন্ন সমস্যা সমাধানে জেলা নাগরিক কমিটির সকল সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।