পৌর সম্পদ রক্ষণা বেক্ষণ ও পরিচ্ছন্নতা রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা রাখতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, সকল ধর্মেই পরিস্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর শুধু মাত্র জনমানুষের সচেতনতাই পারে আমাদের এই শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে। তাই পৌর সম্পদ রক্ষণা বেক্ষণ ও শহর পরিচ্ছন্নতা রক্ষায় সকল ধর্মের ধর্মীয় নেতাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। কারন তাদের কথা সকল মানুষ মনোযোগ সহকারে শোনে এবং বিশ্বাস করে। তাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জনসচেতনতা মূলক বক্তব্য রাখার জন্য মেয়র ধর্মীয় নেতাদের প্রতি আহবান জানান। তিনি গতকাল সকালে পৌর এলাকার আনন্দময়ী কালী বাড়ি মন্দির গামী রাস্তা নির্মান কাজ উদ্বোধন কালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে উপরক্ত বক্তব্য প্রদান করেন। এসময় তিনি আরো বলেন এই রাস্তাটি নির্মান হলে আনন্দময়ী কালী বাড়ি মন্দিরের দর্শনার্থী, অনন্দা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র,শিক্ষক অভিভাবক সহ সাধারণ মানুষের চলাচলের উপযোগী হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ পাল, বিশিষ্ট ব্যক্তি রনদা বিক্রম চৌধুরী, রেজাউল করিম বাবুল, খবির উদ্দিন, সুদর্শন সাহা, প্রদিপ কুমার সাহা, রতন কর্মকার, বিজয় সাহা, কাউছার আহমেদ, মোঃ জামাল উদ্দিন, খোকন আর্চায, টিটন দাস, মইণ উদ্দিন ইভান প্রমুখ। প্রেস রিলিজ