Main Menu

নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকুন, অন্যদের সচেতন করুন। সুস্থ সুন্দর জীবন গড়ুন-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, একটি সুন্দর ও সুস্থ জীবন গঠনের জন্য পরিস্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি একটি বিষয়। ইসলাম ধর্মেও পরিস্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে। পরিস্কার পরিছন্ন থাকলে শরির সুস্থ থাকে, মনও ভালো থাকে। আর শরির ও মন ভালো থাকলে যে কোন কাজে সফলতা সহজে অর্জন করা যায়। তাই প্রতিটি মানুষকে নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিজের পরিবার, ছেলে-মেয়েদের মধ্যে পরিছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। মেয়র গতকাল বুধবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিপ-টু) এর আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় কমিনিউটি এ্যাকশন প্লান (ক্যাপ) বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এসআইসির ল্যাট্রিন গ্রহিতাদের মধ্যে ল্যাট্রিন প্রসাধণী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বাড়ি, টয়লেট পরিস্কার রাখা সহ বাড়ির আশে পাশে এলাকা, রাস্তা-ড্রেন পরিস্কার রাখার জন্য সকলকে আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, সাবেক কাউন্সিলর মোঃ মহসিন মিয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউছার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম। ইউজিপ টু প্রকল্পের ফ্যাসিল্যেটর ফারহানা তাহির এর পরিচালনা সভায় আরো বক্তব্য রাখেন রহিমপুর এসআইসির সদস্য সাজেদা বেগম, দারিয়াপুর এসআইসির সদস্য ফেরদৌসী বেগম, গোর্কনঘাট এসআইসির সদস্য রানু বেগম, উত্তর পৈরতলা এসআইসির সদস্য ইয়াসিন মিয়া। উল্লেখ্য ইউজিপ টু প্রকল্পের আওয়াতায় পৌরসভার ২৪টি এসআইসির ল্যট্রিন গ্রহিতাদের মাঝে এই ল্যাট্রিন প্রসাধণী প্রদান করা হয়।প্রেস রিলিজ






Shares