ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকা থেকে প্রবাসী যুবকের গলা কাটা লাশ উদ্ধার
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
শামীম উন বাছির:: ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসীকে মোবাইলে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার কাউতলী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহতরে চাচা এসএম ফারুক জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী নজরুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী মনির হোসেন (৩২) মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খাচ্ছিলেন। এসময় একটি মোবাইল ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়। বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পায়নি। সকালে বাড়ির সন্নিকটে একটি কচু ক্ষেতের মধ্যে তার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। নিহতের শরীরের দুই হাত, দুই পা এবং গলা কাটা ছিল। এছাড়া শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যাকান্ড। দুর্বৃত্তরা তাকে খুন করে মোবাইল সেট নিয়ে গেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে।