ট্রেনের ধাক্কায় ৩ প্রাইভেটকার যাত্রী আহত।রেল চলাচল বিঘ্নিত
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কোড্ডা উপজেলায় ট্রেনের ধাক্কায় তিন প্রাইভেটকার যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আখাউড়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ব্রাহ্মণবাড়িয়া সদরে যাচ্ছিল। পথে প্রাইভেটকারটি কোড্ডা রেলক্রসিংয়ে আসামাত্র চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে প্রাইভেটকারটি আটকে যাওয়ায় ট্রেন চলাচল বিঘিœত হচ্ছে।
আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে উদ্ধার কাজ কিছুটা বিলম্ব হচ্ছে।