শিক্ষিত তরুন সমাজই একদিন শিক্ষিত স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে-ডাঃ মোঃ আবু সাঈদ
দূর্বল ও গরিব মেধাবী শিক্ষার্থীদের কাছে সুপরিচিত ব্রাহ্মণবাড়িয়া সুনামধন্য কোচিং সেন্টার মাইলস্টোন একাডেমিক কেয়ার এর ২০১৫ সালের এইচ,এস,সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল গতকাল রবিবার বিকালে ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়ার পৌর ডিগ্রী কলেজের প্রভাষক সাংবাদিক ও সংষ্কৃতি কর্মী মনির হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক স্বপন কুমার দেবনাথ, মাইলস্টোনের লিগ্যাল এডভাইজার এড. জয় লাল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলনে আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালক আবু বক্কর সিদ্দিক ও পরিচালক সাইমন বিন আর এম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইলস্টোনের উপদেষ্ঠা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক কমরেড নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মাইলস্টোন একাডেমিক কেয়ায়ারের প্রতিষ্ঠাতা পরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার পৌর ডিগ্রী কলেজের প্রভাষক এম.এ.মান্নান রিপন।অনুষ্ঠান পরিচালনা করেন রিপন সুত্রধর।বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা আক্তার নিশা, বিদায়ী শ্রদ্ধাজ্ঞলি পাঠ করেন ফৌজিয়া জাহান মিশু। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মডেল টেস্ট পরিক্ষায় উত্তীর্ণ সেরা কৃতি ছাত্রছাত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ী এবং বিগত সময়ে মাইল স্টোন থেকে জিপিএ-৫ পাওয়া কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষিত তরুন সমাজই একদিন একটি শিক্ষিত স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে। তাই তরুন সমাজকে শিক্ষিত হতে হবে, বিশ্ব মানের ইংরেজী ও কম্পিউটার শিক্ষায় পারদর্শী হতে হবে। তিনি বলেন শুধু মাত্র ভালো ডাক্তার, ইজ্ঞিনিয়ার বা ভালো চাকরি করা শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার মূল উদ্দেশ্য ভালো মানুষ হওয়া, ভালো নাগরিক হওয়া, দেশ প্রেমিক মানুষ হওয়া। যে মানুষ জীবেনর সর্ব ক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেনত থাকে সেই প্রকৃত শিক্ষিত ব্যক্তি। প্রধান অতিথি এই বিষয়ের প্রতি লক্ষ রেখে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা সেবায় অবদান রাখার আহবান জানান। তিনি মাইলস্টোনের কার্যক্রমের প্রশংসা করে এ ধরনের প্রতিষ্ঠানের প্রতি সার্বিক সহযোগিতারআশ্বাস প্রদান করেন।