পরিচর্যা পেলে প্রতিবন্ধী শিশুদের প্রতিভা দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনতে পারবে। -মোকতাদির চৌধুরী
প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, প্রতিবন্ধী শিশুদের নিজ সন্তানের মত ভালোবাসতে হবে। প্রতিবন্ধী শিশুরা সমাজের অভিশাপ নয়। সাভাবিক শিশুদের মত আদর-যতœ, ভালোবাসা পেলে তারাও যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে। পরিচর্যা পেলে তাদের মাঝে যে প্রতিভা রয়েছে তা প্রস্ফুটিত হয়ে দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনতে পারে। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদেরকে সমাজের বোঝা নয় যথাযত প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী করে তুলতে হবে। মোকতাদির চৌধুরী এমপি গত মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালায়াধীন সাইভ্যাক বাংলদেশ কর্তক বাস্তবায়নাধীন “ন্যাশনাল ইনিসিয়েটিভ টু ইন্ড ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন কর্তক পরিচালিত কল্যানী ইনক্লুসিভ প্রাইমারী স্কুল ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জেলা ভিত্তিক কার্যক্রমের অংশ হিসাবে “শিশুর প্রতি সহিংসতা নিরসন” শীর্ষক অবহিত করণ ও প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ বিবেচনায় বিভন্ন সুবিধা প্রদান করছে। যেমন সংঙ্গতিপূর্ন শিক্ষার ব্যবস্থা, যানবাহনে প্রয়োজনীয় আসন নির্ধারন, নিজ যোগ্যতা অনুযায়ী চাকুরি প্রাপ্তিতে বিশেষ কৌটা সংরক্ষন, প্রতিবন্ধীদের জরিপ করে তাদের ভাতা প্রদান করছে। তাছাড়া সমাজের প্রতিবন্ধীদের প্রতি পজেটিভ দৃষ্টিভঙ্গী ও মনোভাব তৈরীতে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়জেদ পুতুলও প্রতিবন্ধী শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন। এজন্য তিনি আর্ন্তজাতিক অনেক পুরস্কার অর্জন করেছেন। মোকতাদির চৌধুরী প্রতিবন্ধী শিশুদের কল্যানে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান। পাশাপাশি সমাজের প্রত্যেক মানুষকে প্রতিবন্ধী শিশুদের সাথে সন্তান সূলভ আচরণ করার আহবান জানান তিনি। সভায় বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা.শামীমা ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক, সাবেক গণপরিষদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সৈয়দএ.কে.এম.এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ফেরদৌসী মওলা। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও সংস্কৃতি কর্মী মনির হোসেন। সভায় অতিথিবৃন্দ প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি