অবিরাম, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়
২২ মার্চ (রোজ রবিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অবিরাম, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের সাথে জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার) পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেন। সভায় জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর দপ্তর, ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ মাহবুব আলম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা,ব্রাহ্মণবাড়িয়াগণ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে অবিরাম, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নাইম ইসলাম সাঈফি, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সিহানুল ইসলাম সৌরভ, সাংগঠনিক সম্পাদক সাইম ইসলাম আদনানসহ আরো ৩৫/৪০ জন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা, মডেল শহর তৈরী, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষে এ ধরণের স্বেচ্ছাসেবী সংগঠনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করবেন। সমাজের সকল তরুন/তরুনীরা যদি নিজেদের ব্যক্তি জীবন থেকে নিজের বিবেকের তাড়নায় পরিচালিত হয়, তাহলে সমাজের ভালো দিকটাই প্রস্পুটিত হবে। তরুন ও তরুনীদের অবিরাম প্রচেষ্টায় একমাত্র সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। তাছাড়া অবিরাম, ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের উন্নত পারিবারিক বন্ধন ও দেশপ্রেমের মনমানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। উপস্থিত সদস্যগণ স্বতঃস্পূর্তভাবে পুলিশ সুপার মহোদয়ের পরামর্শ/উপদেশ শ্রবণ করেন এবং আন্তরিকভাবে বাস্তবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি প্রত্যাশা করেন যে, অবিরাম, ব্রাহ্মণবাড়িয়া আজ একটি ক্ষুদ্র সংগঠন হলেও একদিন এটি অনেক বড় সংগঠনে পরিণত হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করলে তা সম্ভব হবে। সমাজ ব্যবস্থার পরিবর্তন ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এ ধরণের সংগঠনের আবশ্যিকতা রয়েছে বলে উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন। পরিশেষে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ ঠিক রাখার জন্য জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।- প্রেস বিজ্ঞপ্তি