নিউজ নেটওয়ার্কের উদ্যোগে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রের সম্পাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। নিউজ নেটওর্য়াকের উদ্যোগে ও ইউএনডিইএফ এর সহায়তায় গতকাল শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালার ্উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক শামসুদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি,নিউজনেটওয়ার্কের প্রোগ্রাম অফিসার রেজাউল হক,প্রশিক্ষণকোর্সের কোঅর্ডিনেটর মোহাম্মদ আরজু ।প্রশিক্ষণ কোর্সে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার ১০ জন সম্পাদক অংশগ্রহন করেন । দিনব্যাপী বিষয়ের ওপর প্রশিক্ষন প্রদান করেন দেশের বিশিষ্ট সাংবাদিক শামসুদ্দিন আহমেদ। প্রশিক্ষনে অংশ নেন দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক প্রবীন সাংবাদিক আলহাজ্ব মোঃ নূরুল হোসেন,দৈনিক সমতট বার্তার মনজুরুল আলম,দৈনিক তিতাসকন্ঠের সৈয়দ মিজানুর রেজা,দৈনিক সরোদের পীযুষ কান্তি আচার্য্য,সাপ্তাহিক ইশরাকের খ আ ম রশিদুল ইসলাম, সাপ্তাহিক গতিপথ’র জাবেদ রহিম বিজন, নতুনমাত্রার আল আমিন শাহিন,কলমের কথার দীপক চৌধুরী বাপ্পী,দৈনিক কুরুলিয়ার ইব্রাহিম খান সাদাত ও ইষ্টার্ণ মিডিয়ার নজরুল ইসলাম ভূইয়া। প্রেস বিজ্ঞপ্তি