Main Menu

গণসচেতনতার মাধ্যমে বাল্য বিয়ে রোধ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যেতে পারে-ড. আশরাফুল আলম

+100%-

‘বাল্য বিয়ে বন্ধ করি, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে গতকাল বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া ব্র্যাকের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মরত কাজী ও ইমামদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেন্ডার কোয়ালিটি এ্যাকশন, লারনিং-জিকিউএএল’র কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম।
ব্র্যাক ব্রাহ্মণবাড়িয়া এর জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম, বিজয়নগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফরিদা আক্তার, শাপলা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস. এম শাহীন প্রমুখ। মত বিনিময় সভার সঞ্চালনা করেন ব্র্যাক জিকিউএএল’র ম্যানেজার সোহাগ মজুমদার।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আশরাফুল আলম বলেন, বাল্য বিবাহ রোধ করতে এনজিও সহ সকল স্তরের সচেতন নাগরিকগণ এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন সম্পর্কে আমাদের সমাজের সর্বক্ষেত্রে অবহিত করতে হবে। গণসচেতনতার মাধ্যমে বাল্য বিয়ে রোধ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যেতে পারে। তাই এই ক্ষেত্রে মসজিদের ইমাম, স্কুল শিক্ষক ও কাজীগণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।প্রেস বিজ্ঞপ্তি






Shares