কসবা সীমান্তে বিপুল পরিমান গাজা উদ্ধার
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত এলাকা মইনপুর থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার করেছে বিজিবি জওয়ানরা।
বুধবার দিবাগত রাত ৩ টার দিকে টহলরত বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্হায় গাজার চালানটি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া বিজিবি ১২ ব্যাটালিয়নের মুখপাত্র এ গাজা আটকের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক চোরাচালানকারীরা বস্তায় করে ভারত থেকে গাজা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে।এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা গাজার বস্তা রেখে ফের ভারতে পালিয়ে যায়।উদ্ধারকৃত গাজার পরিমান ১৬০ কেজি বলে জানা গেছে।
« কসবা সীমান্তে বিপুল পরিমান গাজা উদ্ধার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবা সীমান্তে বিপুল পরিমান গাজা উদ্ধার »