বাঙালীর জীবনে প্রতিটি ক্ষেত্রে বাংলাভাষার প্রচলন প্রতিষ্ঠিত করতে হবে– ড. আশরাফুল আলম
ডেস্ক ২৪:: গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী একুশে বই মেলার ৬ষ্ঠ দিনের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম বলেন, একুশের রক্তদানের এবং চেতনার মধ্য দিয়ে আমরা স্বাধিকার আন্দোলন করে স্বাধীনতা পেয়েছি। তাই একুশের চেতনাকে সমুন্নত রাখতে হলে বাঙালীর জীবনে প্রতিটি ক্ষেত্রে বাংলাভাষার প্রচলন প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা বেগম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও নারীনেত্রী নায়ার কবির, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডঃ কাজী মাসুদ আহমেদ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা এডঃ শফিকুর রহমান, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম প্রমুখ।