ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্রের পাঠশালা :ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, মন্ত্রী নির্বাচন
ডেস্ক ২৪::র্যালট পেপার, র্যালট বাক্স, ভোট দেয়ার গোপন বুথ, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবই আছে। হয়েছে প্রচারনা। লাইন দিয়ে ভোট গ্রহনও হয়েছে। পর্যবেক্ষকও এসেছে কয়েকজন। এভাবে একটি পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। তবে এটি জাতীয় সংসদ, উপজেলা বা ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচন, উপনির্বাচন নয়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চায় অভ্যস্থ করা ও নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষেই শহরের মধ্যপাড়াস্থ হুমায়ুন কবীর বিদ্যা নিকেতনে আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল ছিলো এটি। আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন জানান, কয়েক দিন আগেই স্কুল শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন করার জন্য তফসিল ঘোষনা করা হলে তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। গত দুদিন ক্লাশে ক্লাশে গিয়ে প্রচারনাও চালিয়েছে প্রার্থীরা নিজেদের পক্ষে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী সহ অন্যান্য ৬ টি মন্ত্রনালয়ের মন্ত্রীদের নির্বাচনে ৭ টি পদে ১২ জন প্রার্থী হয়েছে। মঙ্গলবার সকাল ৯ থেকে উৎসবমুখর পরিবেশে ২ শত ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দিয়ে ভোটের জন্য নতুন ব্যালট পেপার ছাপা হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স আনা হয়েছে। বসানো হয়েছে ৩ টি গোপন বুথ। শৃঙ্খলা রক্ষায় কাব দলের সদস্যদের বানানো হয়েছে আনসার। গতকাল মঙ্গলবার নির্বাচন শুরু হলে নির্বাচন পরিদর্শন করেন চট্রগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এমএইচ মাহবুব আলম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আলীম রানা, সহকারি শিক্ষা অফিসার ফজল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন্নাহার, সুশাসনের জন্য নাগরিক সুজন সাধারন সম্পাদক অধ্যাপক একেএম শিবলী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ ফখরুদ্দিন আহমেদ, সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা মো.মনির হোসেন, নজরুল ইসলাম শাহজাদা। গতকাল মঙ্গলবার সকালে আদর্শ কেজি স্কুলে গিয়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশে। স্কুল শিক্ষার্থী ভোটাররা লাইন দিয়ে ভোট প্রদান করছে। তাদের চোখে- মুখে আনন্দ আর উচ্ছাসের ছাপ। স্কুলের দেয়ালে প্রার্থীদের ভোট চেয়ে পোষ্টার লাগানো আছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও নির্বাচনের এমন সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের উৎসাহ দেখে অভিভূত। কথা হয় নির্বাচন কমিশনার স্কুল শিক্ষার্থী নৌশিন সুলতানা ও প্রিজাইডিং অফিসার খন্দকার সাবিকুন্নাহার প্রীতির সাথে। তারা জানায়, এ নির্বাচন আমাদেরকে ভবিষ্যত বাংলাদেশকে আরো গণতান্ত্রিক করে গড়ে তুলতে সহায়তা করবে। আমরা এ নির্বাচন থেকে আমরা এখন থেকে নেতা নির্বাচন শিখে যাচ্ছি। আমরা আজ সুন্দর একটি নির্বাচন করতে পেরে আনন্দিত। নির্বাচন শেষে বিকালের মধ্যেই ফলাফল ঘোষনা করা হয়।