নারী নেত্রী মিলি চৌধুরী ইন্তেকাল করেছেন
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ার বাসিন্দা, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, মানবাধিকার কর্মী ও সোনালী ব্যাংকের কর্মকর্তা জান্নাত আরা চৌধুরী ওরফে কবি মিলি চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ঢাকার ন্যাশনাল নিউরোসাইন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ১ ভাই, ৫ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ আসর শহরের লোকনাথ উদ্যান (টেংকের পাড়) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে পৌর এলাকার শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে কবি মিলি চৌধুরীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
« সেটেলম্যান্ট অফিসে ঘুষ বাণিজ্য (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কবি মিলি চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক »