ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের লীজ বাতিলের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া শহরের বাণিজ্যিক এলাকা খালপাড়ে জেলা পরিষদের দোকানের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্রাহ্মনবাড়িয়া চেম্বার এন্ড কমার্স ইন্ডাষ্ট্রীজ এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় চেম্বার সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্য ব্যবসায়ীক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা পরিষদ কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, সম্প্রতি খালপাড়ের ব্যস্ততম এলাকায় ২৩টি দোকান বরাদ্ধ দেয় জেলা পরিষদ । এর পর থেকেই জেলা পরিষদ প্রশাসকের ছেলে, ব্যক্তিগত সহকারি এবং প্রভাবশালী কয়েকজন আওয়ামীলীগ নেতাকে নিয়ম বহিভূত ভাবে এ জায়গা বরাদ্ধের অভিযোগ উঠে।
« ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের লীজ বাতিলের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ট্রেনে নাশকতা রোধে রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক »