খেলাধুলার মাধ্যমেই শিশুদের মননশীলতা ঘটে— আল মামুন সরকার
বুধবার সকাল ১১টায় মুখ ও বধির নিু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান এবং মুখ ও বধির নিু মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। মুখ ও বধির নিু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন খান খোকন, পৌর কাউন্সিলার ছাদেকুর রহমান শরিফ, বিশিষ্ট সমাজসেবক মুরাদ খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, খেলাধুলার মাধ্যমেই শিশুদের মননশীলতা ঘটে। তাই আমাদের উচিত শিশুদেরকে খেলাধুলার প্রতি উৎসাহী করা। বর্তমান সরকার খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের প্রতিটি স্থানে প্রাথমিক স্কুল পর্যায়ে ফুটবল টুর্ণামেন্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ খেলাধুলায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করেন।