সদর উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এম.পি
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট ॥ সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। গতকাল শনিবার সকালে আকস্মিকভাবে এই দু’টি বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয় দু’টিতে পৌছলে বিদ্যালয়ের শিক্ষকগণ তাঁকে স্বাগত জানান। তিনি বিদ্যালয় দু’টির শ্রেণীকক্ষ ঘুরে ঘুরে দেখেন শিক্ষার্থীদের সাথে শিক্ষার অগ্রগতি নিয়ে কথা বলেন। তিনি বিদ্যালয় গুলোর সার্বিক বিষয়ে শিক্ষকগণের সাথে কথা বলেন। চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি শ্রেণী কক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা শিক্ষার্থীদের পাঠ করে শোনান। পরিদর্শনকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া ও সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম উপস্থিত ছিলেন।