বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার— মাহবুবুল বারী চৌধুরী মন্টু
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল বারী চৌধুরী মন্টু বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। এই সরকার দেশের সকল সেক্টরের উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও উন্নতির জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। আইসিসি ক্রিকেট খেলায় বাংলাদেশ দলের অংশগ্রহণই প্রমাণ করে বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছেন। তিনি গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার সুহিলপুর খেলার মাঠে প্রত্যাশা যুব সংগঠন আয়োজিত মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৫ এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। প্রত্যাশা যুব সংগঠনের সভাপতি মোঃ ইয়াছিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম, দৈনিক যায়যায়দিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির খান দুলাল, আব্দুর রশিদ ভূইয়া,। উপস্থিত ছিলেন সুহিলপুর খেলোয়াড় কল্যাণ পরিষদের সভাপতি ফজলুর রহমান, শিক্ষক কৃষ্ণ কুমার দত্ত, সাংবাদিক শাহজাহান সাজু, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস, হানিফ মুন্সী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা এ কে এম রমজান আলী, যুবলীগ নেতা মোঃ বকুল। আলোচনা সভা উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান টিটু।
খেলায় উত্তর সুহিলপুর ছাত্র কল্যাণ সংসদ বনাম ফ্রেন্ডশীপ একাদশ হিন্দুপাড়া অংশগ্রহণ করে ১৮ ওভারের খেলায় ২৮ রানে ফ্রেন্ডশীপ একাদশ হিন্দুপাড়া জয়লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার রুহুল কুদ্দুস শামীম ও মোঃ আজিম। খেলায় ধারা বর্ণনা করেন মোঃ মুসলিম মিয়া। উল্লেখ্য যে, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রয়াত মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরই এই খেলার আয়োজন করা হয়ে থাকে। এ বছর ৫ জানুয়ারী খেলা শুরু হয় এবং ১২টি দল এতে অংশগ্রহণ করে।প্রেস বিজ্ঞপ্তি