বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় কাঞ্চনপুরে ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন
বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে কাঞ্চনপুর- নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে শ্রী শ্রী পাগল শংকর আখড়ায় গতকাল ১২ ফেব্র“য়ারী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৫দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও যজ্ঞানুষ্ঠান। গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে এবং বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এই হরিনাম সংকীর্ত্তন ও যজ্ঞানুষ্ঠান আগামী ১৭ ফেব্র“য়ারী মঙ্গলবার ব্রহ্মমুহুর্তে শ্রী শ্রী নাম যজ্ঞের পূর্ণাহুতি নগর পরিক্রমা ও দধি মঙ্গলের মাধ্যমে সমাপ্তি হবে। আগামীকাল শুক্রবার থেকে ৩২ প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন শুরু হয়ে চলবে আগামী সোমবার পর্যন্ত। সোমবার বিকাল ৩টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। উক্ত হরিনাম সংকীর্তনে মধুর হরিনাম সুধা পরিবেশন করবেন- স্থানীয় শ্রী শ্রী পাগল শংকর সম্প্রদায়, বাগের হাট থেকে আগত মা যশোদা সম্প্রদায়, ব্রাহ্মণবাড়িয়ার হরে কৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জ থেকে আগত অরূপ সম্প্রদায়, ফিরোজপুর থেকে আগত নন্দী কিশোর সম্প্রদায় ও আদি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়। এই সনাতনী মহোৎসবের স্ববান্ধবে উপস্থিতি ও সহযেগিতা কামনা করেছেন কাঞ্চনপুর- নোয়াপাড়া গ্রামের গ্রামের দ্বীন ভক্তবৃন্দ।প্রেস রিলিজ