সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সদর উপজেলা যুবলীগের প্রতিবাদ সমাবেশ
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
দেশব্যাপী বিএনপি জামাতের টানা অবরোধ, হরতাল, পেট্রোল বোমা নিক্ষেপ ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল শুক্রবার সকাল ৯টায় সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড মোড়ে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করবেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজম। সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশকে সফল করার জন্য সদর উপজেলা আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানা।প্রেস বিজ্ঞপ্তি
« লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই— অধ্যক্ষ সোপানুল ইসলাম (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় কাঞ্চনপুরে ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন »