Main Menu

ট্যাবলেট পিসি ব্যবহারে প্রশাসনিক কাজ আরো প্রসারিত হবে— জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

 

জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠিত

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার)” প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেটি পিসি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ট্যাবলেট পিসি বিতরণ উদ্বোধনকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ট্যাবলেট পিসি ব্যবহারে প্রশাসনিক কাজ আরো প্রসারিত হবে। তাই ট্যাবলেট পিসি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবেন। বর্তমান সরকার প্রশাসনিক কর্মকান্ড প্রসারিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে। তাই সরকারের এই উদ্যোগকে আমাদের সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, সিভিল সার্জন হাসিনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জেলায় কর্মকর্তা ৫৬জন কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করেন এবং উপজেলা পর্যায়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সর্বমোট ৩৩০ জনের মধ্যে এই ট্যাবলেট পিসি বিতরণ করা হয়।






Shares