বোমাবাজদের পাড়ায় পাড়ায় প্রতিরোধ করতে হবে—মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুব মহিলা লীগের কার্যকরী কমিটির পরিচিতি সভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের হালদারপাড়াস্থ স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এ সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি রাবেয়া খাতুন।জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আলম তারা দুলির উপস্থাপনায় এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।তিনি এসময় বলেন,পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ মেরে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তিনি মূলত ক্ষমতায় গিয়ে তার দীর্ঘ জীবনের বন্ধু জামাতের যুদ্ধাপরাধী ও তার দুর্ণীতিবাজ কূ-সন্তান তারেককে বাঁচাতে চায়।তিনি আরো বলেন,বিএনপি-জামাতের মানুষ হত্যা আর সম্পদ নষ্টের অপ-রাজনীতির সাথে জনগণের সমর্থন নেই।জনসমর্থন হারিয়ে খালেদা জিয়া সাধারণ মানুষের রক্তের হোলি খেলায় মেতে উঠেছেন।খালেদা জিয়া ও জামাত-শিবিরের বোমাবাজ সন্ত্রাসীদের পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের আহবান জানান।এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,সহসভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা আমানুল হক সেন্টু,তাজ মোহাম্মদ ইয়াছিন,মুজিবুর রহমান বাবুল, গোলাম মহিউদ্দিন খোকন,সৈয়দ নজরুল ইসলাম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা,আখাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিউনা।