সর্বস্তরের বিজ্ঞ আইনজীবিবৃন্দদেরকে এডঃ এম. এ মান্নান ও এডঃ তরিকুল ইসলাম খান রুমার কৃতজ্ঞতা প্রকাশ
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডঃ শাহদাত হোসেন। নির্বাচনে ১১টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মনোনীত প্রার্থীগণ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিজয় লাভ করেন। বিপুল ভোটে সভাপতি পদে নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডঃ আব্দুল মান্নান সভাপতি নির্বাচিত হওয়ায় এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডঃ তরিকুল ইসলাম খান রুমা সাধারণ নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবিবৃন্দসহ সর্বস্তরের আইনজীবিবৃন্দ এবং জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সর্বস্তরের আইনজীবিবৃন্দদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রেস বিজ্ঞপ্তি