Main Menu

পূর্বশত্রুতার জের ধরে দু’দলের মধ্যে সংঘর্ষ:: দোকান, বাড়ি ঘরে আগুন

+100%-

নিজস্ব প্রতিবেদক :: জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে রাজঘর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রউফ ও আইনজীবি আলী আযমের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ২৫টি ঘর-বাড়ি, মার্কেটের দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।






Shares