ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের ভরাডুবি:বিএনপি সমর্থিত প্যানেলের বিপুল বিজয়
নিজস্ব সংবাদদাতা:: ব্রাহ্মণবাড়িযা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। গত বৃহস্পতিবার সমিতির জেলা কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা যায়, সমিতির ১১টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকসহ চারটিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। আওয়ামী লীগ-সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে শরীফ উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সদস্য পদে নাজমুল হক, শাহ পরান, আরীফ খান বিজয়ী হন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরম প্যানেল থেকে সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খান, সাধারণ প্রশাসন ইসহাক মিয়া, গ্রন্থাগার সম্পাদক আব্দুল হাকিম, অডিটর সম্পাদক আবুল বাশার চৌধুরী ও সদস্য পদে তারেকুল ইসলাম নির্বাচিত হন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী সদস্যরা জানান, সারা দেশে বিএনপি সমর্থিত নেতা-কর্মীদের গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আইনজীবীরাও বাদ পড়ছেন না। ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত ছয়/সাত জন জেষ্ঠ্য আইনজীবিকে গ্রেফতার করা হয়েছে। সরকার দলীয় আইনজীবীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমিতির নির্বাচনকে প্রভাবিত করার অনেক চেষ্টা করেছে। এসবের মধ্যে অধিকাংশ পদে বিএনপি সমর্থিত আইনজীবীদের বিজয় আগামী দিনে অনেক অনুপ্রেরণা যোগাবে। প্রধান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে সকাল ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের ২২ জন প্রার্থী ১১টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করেন। এতে ৪৩৩ জন ভোটারের মধ্যে ৪১৭ জন ভোট দেন। রাত এগারটায় ফলাফল ঘোষণা করা হয়।