Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সেবিকাদের দুই ঘন্টা কর্মবিরতি

+100%-

প্রতিনিধি::২৫০ শষ্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে  এক সেবিকাকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় গতকাল বুধবারও সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন হাসপাতালের কর্মরত সেবিকারা।
কর্মবিরতি শেষে সেবিকারা হাসপাতালের তত্ত্বাবধায়ক আকবর হোসেন চৌধুরীর কাছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার  করার দাবি জানান এবং  আজ বৃহস্পতিবার সকালে দুই ঘন্টা কর্ম বিরতি পালন করার ঘোষনা দেন। এদিকে সেবিকাদের কর্মবিরতির কারনে চিকিৎসা সেবা ব্যাহত হয়।
এ ব্যাপারে হাসপাতালের সুপারভাইজার শংকরী রানী কর্মকার জানান, দ্রুত জড়িতদের গ্রেপ্তার না করা হলে তারা আজ বৃহস্পতিবার  সকালে আরো দুই ঘন্টা কর্মবিরতি পালন করবেন।
এ ব্যাপারে  জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আকবর হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি সেবিকাদের দুই ঘন্টা কর্মবিরতি পালনের কথা স্বীকার করে বলেন, কর্মবিরতি চললেও জরুরী বিভাগে তারা সেবা প্রদান করছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ^াস বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
উল্লে¬খ্য, গত সোমবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্ব পালনকালে সিনিয়র সেবিকা মর্জিনা বেগম শারিরীকভাবে লাঞ্চিত করে রোগীর এক আত্মীয়। এ ঘটনার প্রতিবাদে সেবিকারা গত মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।






Shares