ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা ভাবে হরতাল পালিত, গ্রেফতার-১৪
২০ দলীয় জোটের ডাকা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। শহরের আভ্যন্তরীন সড়কে হালকা যান চলাচল স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার কোন যান বাহন ছেড়ে যায়নি। সিডিউল বিপর্যয়ের কারনে ৫/৬ ঘন্টা বিলম্বে ট্রেন চলাচল করে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীর কম উপস্থিতি ছিল। ব্যাংক, বীমাসহ বিভিন্ন অফিসগুলোতে কর্মব্যস্ততা কম ছিল। শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দেয়। রবিবার দুপুর প্রায় ১২টার দিকে শহরের বাইপাস এলাকায় পিকেটিং করার সময় সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও জেলা যুব দলের যুগ্ম আহবায়ক আলী আজমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ১৪জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নাশকতারোধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
« সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের নামে মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ভাদুঘর মাহবুবুল হুদা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত »