সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের নামে মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: আলী আজককে শেরপুরে তার কৃষি জমিতে শ্রমিককে মজুরী পরিশোধ করতে গেলে ডিবি পুলিশ সিভিল পোষাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ডিবি অফিসে নিয়ে আসা হয়। পুলিশের বরাত দিয়ে মিডিয়ায় সংবাদ পরিবেশন করা হয় যে, ১০ টি হাত বোমা সহ তাকে তার নিজ বাস ভবন থেকে গ্রেফতার করা হয়। জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির এক যুক্ত বিবৃতিতে প্রশাসনের এধরনের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের আহ্বান জানান প্রকৃত ঘটনা যাচাই বাছাই ও তদন্ত পূর্বক সংবাদ পরিবেশন করার জন্য। আমরা এই মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি সংবাদ মাধ্যম কর্মীরা তদন্ত করলে প্রকৃত সত্য বাহির হয়ে আসবে। প্রশাসনের প্রতি আহ্বান জানান, বিএনপি ও তার দলীয় নেতৃবৃন্দের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য গ্রেফতারের পর মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রদান না করার জন্য। প্রেস বিজ্ঞপ্তি