Main Menu

এবারের অবরোধ সাধারণ মানুষ নিজে থেকে প্রত্যাখান করেছে-মোকতাদির চৌধুরী এমপি

+100%-

শুক্রবার বিকাল ৪টায় জেল রোডস্থ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজ মোঃ ইয়াছিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মুজিবুর রহমান বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মঈন উদ্দিন মঈন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি বিষ্ণুপদ দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম খান রনি, দপ্তর সম্পাদক আশিকুর রহমান সোহাগসহ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান। সভায় প্রদান অতিথির বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। এবারের অবরোধ সাধারণ মানুষ নিজে থেকে প্রত্যাখান করেছে। দেশের জনগণ অবরোধ চাই না। তারা এই সকল নৈরাজ্যকে ঘৃনা করে। তাই তাদের দেওয়া কর্মসূচীকে মানুষ পুরোপুরিভাবে প্রত্যাখান করেছে। তিনি এ সময় পৌর আওয়ামী লীগের সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছেন। তাই আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি সাধারণ সম্পাদক আল মামুন সরকারকে করেছেন। সেও আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন আপনাদের প্রতি আমার আহবান ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগকে আরো চাঙ্গা করবেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। সভায় তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের রোগমুক্তির কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। উল্লেখ্য, পৌর আওয়ামী লীগের কর্মীসভায় সকল ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি






Shares