গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা প্রচারণার নিন্দা জানিয়েছে জেলা বিএনপি
বিএনপির চেয়ারপার্সন, ২০ দলীয় জোট নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত চলমান ভোটার বিহীন অবৈধ সরকার পতনের আন্দোলন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী নির্বিচারে দমন পিড়ন ও গ্রেফতার করা হচ্ছে বিরোধী দলীয় নেতা কর্মীদের। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিনা কারনে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে। ঘরে ঘরে তল্লাশীর নামে পুলিশী হয়রানী ও অত্যাচার চলছে প্রতিদিনই। কিন্তু গত কয়দিন যাবৎ বিষ্ময়ের সাথে আমরা স্থানীয় কিছু পত্রিকায় দেখতে পাচ্ছি এডঃ শফিকুল ইসলাম, সভাপতি পৌর বিএনপি ও সাবেক পিপি, এডঃ গোলাম সারওয়ার খোকন, সহ সভাপতি জেলা বিএনপি ও বিজ্ঞ আইনজীবী জেলা বার, এডঃ আনিছুর রহমান মঞ্জু (সাবেক ভিপি), সিনিয়র যুগ্ম সম্পাদক জেলা বিএনপি ও বিজ্ঞ আইনজীবী জেলা বার, এডঃ সামছুজ্জামান চৌধুরী কানন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জেলা বিএনপি ও বিজ্ঞ আইনজীবী জেলা বার সহ গ্রেফতারকৃত সকলেই স্ব স্ব কর্মক্ষেত্রে সম্মানজনক ভাবে প্রতিষ্ঠিত ও সমাজে ভদ্র, স্বজ্জ্বন হিসেবে পরিচিত নেতৃবৃন্দকে রাজনৈতিক প্রতি হিংসা ও হয়রানীমূলক ভাবে গ্রেফতার করা হয়েছে। এ সকল নেতৃবৃন্দকে পারিবারিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা ও মান সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়নে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কিছু স্থানীয় পত্রিকায় মান হানিকর অপবাদমূলক ও সম্মানজনক ভাবে চিহ্নিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে যেমন- বোমাবাজ, চাঁদাবাজ, অস্ত্রের যোগানদাতা ইত্যাদি।
এক যুক্ত বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির ষড়যন্ত্র মূলক ও সম্মান হানিকর সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সর্বপ্রকার চক্রান্ত, ষড়যন্ত্র ডিঙ্গিয়ে সকলকে জনগণের সরকার প্রতিষ্ঠায় বর্তমান চলমান সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহনের আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি