শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্ম বার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার বাদ মাগরিব পাওয়ার হাউস রোডে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির) এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এ. বি. এম মোমিনুল হক, মনির হোসেন, শামীম মোল্লা, জহিরুল ইসলাম লিটন, মোঃ ইলিয়াছ, কাউসার কমিশনার, নাসির, শরীফ, দিদার, সালাউদ্দিন, সুয়েব প্রমুখ।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। বক্তারা চলমান সরকার পতনের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমে সরকার পতনকে নিশ্চিত করে ঘরের ফেরার অঙ্গিকার ব্যক্ত করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যেতে বাধার তীব্র নিন্দা জানান বক্তারা।
সভা শেষে রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ ফারুক হোসেন।প্রেস বিজ্ঞপ্তি